reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৮

দেওদীঘি কেএম হাই স্কুলের ৬৪ বছর পূর্তি ৫ ও ৬ অক্টোবর

চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী দেওদীঘি কেএম হাই স্কুলের ৬৪ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ ও ৬ অক্টোবর, শুক্র ও শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর শনিবার নগরীর তাসফিয়া গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেওদীঘি কে.এম. হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী। এ সময় আরো বক্তব্য দেন পুনর্মিলনী উদযাপন পরিষদের কর্মকর্তা, বেঙ্গল কম্পিউটারর্সের স্বত্বাধিকারী মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, আইটি এক্সপার্ট মোহাম্মদ নাছির উদ্দিন। ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন চুয়েটের সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান, পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মকর্তা মাহবুবা আক্তার সুমী, করপোরেট কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সোহেল, বিশিষ্ট সিএন্ডএফ কর্মকর্তা দেবাশীষ দাশ, বিশিষ্ট উদ্যোক্তা নাজিম উদ্দিন, হাবিবা নাজনীন মুন্নী, লুৎফুন্নেসা চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জসীমউদ্দীন, শাহাদাৎ হোসাইন, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মো. আইয়ুব চৌধুরী, ছায়েদুল আলম চৌধুরী, তসলিমা আক্তার বেবী, শামীম আরা খানম লাকী, সাবিনা ইয়াসমিন কুমকুম, তাহমিনা সুলতানা চৌধুরী মিলি প্রমুখ।

মতবিনিময় সভায় জানানো হয়, ঐতিহ্যবাহী দেওদীঘি কেএম হাই স্কুলের পুনর্মিলনীতে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য রেজিস্ট্রেশন খরচ ৫০০ টাকা। এতে প্রায় ৩০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে চিকিৎসা ক্যাম্প, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণা, আনন্দ আড্ডা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, মেজবান ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close