reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

ঢাবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভিন্ন কর্মসূচি ৮ সেপ্টেম্বর শনিবার পালন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি আইইআর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আইইআরে এসে শেষ হয়। পরে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আবদুল মালেক। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব শ্যামল কান্তি ঘোষ এবং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুস সালাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close