reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৮

কুয়েটে ইনিশন ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘ইনিশন ২০১৮ : ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও একটিং ভাইস চ্যান্সেলর (রুটিনওয়ার্ক) প্রফেসর ড. কাজী হামিদুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন। অনুষ্ঠানের কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. গোলাম কাদের এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া।

তিন দিনব্যাপী ফেস্টিভ্যালে কুয়েটসহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত শ শিক্ষার্থী অংশ নেন। ফেস্টিভ্যালে সেমিনার, কি-নোট সেশনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী ছাড়াও ফেস্টিভ্যালে গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী, প্রযুক্তিবিদরাসহ অন্যরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close