reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

আইইউবিএটিতে হল ফ্যাকালটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিয়মিত শিক্ষক উন্নয়ন কর্মসূচির আওতায় ফল ২০১৮-এর প্রস্তুতি হিসেবে ৩ এপ্রিল সোমবার দিনব্যাপী ফ্যাকালটি ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে আইইউবিএটির শিক্ষার মান, শিক্ষাদান পদ্ধতি ও প্রণালি, শিক্ষকনীতি ও শিক্ষকদের করণীয়, পরীক্ষা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সব শিক্ষক-শিক্ষিকাকে দিকনির্দেশনা দেওয়া হয়। ওরিয়েন্টেশন শেষে সব বিষয়ে শিক্ষকদের দখল মূল্যায়নের ওপর একটি টেস্ট আয়োজন করা হয়, যার ফলাফলের ভিত্তিতে শিক্ষকদের জ্ঞানভিত্তিক গ্রেডিং করা।

অনুষ্ঠানে প্রধান আলোচকরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক এম লুৎফর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামকানিজ কাকন, মো. আলমগীর ভূঁইয়া এবং অটোমেশন সিস্টেমের টেকনিক্যাল দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার মারুফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close