reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

ইবি প্রশাসনের দুই বছর পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর দুই বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খানসহ দুই সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর চ্যালেঞ্জ ছিল বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন। বর্তমানে সেশনজট সহনীয় পর্যায়ে আছে। বিশ্ববিদ্যালয়টি দুই বছর ১২ দিনে অবাঞ্ছিত ছুটি ছাড়া এক ঘণ্টার জন্যও থেমে থাকেনি। আমরা অচিরেই সম্পূর্ণ সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে আত্ম-প্রকাশ করব। আমরা দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয়টি সমাবর্তনের সময় থেকে আন্তর্জাতিকীকরণের পথে চলা শুরু করেছে। আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার লক্ষ্যে চীন, জাপান, ইরানসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং কিছু চুক্তি প্রক্রিয়াধীন। অতীতের যেকোনো সময়ের তুলনায় গত দুই বছরে সবচেয়ে বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া আমরা সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু করেছি। শিক্ষার বাণিজীকীকরণ সম্পূর্ণভাবে পরিহার করার লক্ষ্যে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা হয়েছে, যা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close