reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০১৮

আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিতর্ক প্রতিযোগিতা শিশু-কিশোরদের মানস গঠনে সহায়ক ভূমিকা রাখে। তিনি ২৯ আগস্ট ২০১৮ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটির আয়োজনে বনফুলের পৃষ্ঠপোষকতা এবং দৃষ্টির সহযোগিতায় বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত দুদিনব্যাপী (২৯-৩০ আগস্ট) আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দৃষ্টি-চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। উপাচার্য তার ভাষণে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের শিশু-কিশোররা অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময়। তাদের মেধা বিকাশের সুযোগ অবারিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও খেলাধুলা-ক্রীড়াচর্চা শিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি বলেন, প্রতিযোগিতাসমূহ শিশু-কিশোরদের মেধা-মনন এবং শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দিনে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। প্রসঙ্গক্রমে উপাচার্য আরো বলেন, শুধু তর্কের জন্য বিতর্ক নয়, সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ, হৃদয়গ্রাহী-সাবলীল ভাষায় তা উপস্থাপন এবং যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠা বিতর্কের অন্যতম প্রতিপাদ্য। এ খুদে বিতার্কিকরা আগমী দিনে যুক্তিবাদী সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃশ্যমান-কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এ প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মডারেটর মোমেনা বেগম ও তাহেরুনা বেগম এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খুরশীদা জাহান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আকিলা নূর। উল্লেখ্য, ‘মনন বিকাশে শানিত যুক্তি’Ñপ্রতিপাদ্যকে ধারণ করে দুদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের ১০টি স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close