reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৮

জাপানে তথ্যপ্রযুক্তির চাকরির বাজার শীর্ষক সেমিনার

দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল ‘স্কিল জবস’ ও জাপানের ‘জেবিনেট করপোরেশন’-এর আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ১৮ আগস্ট শনিবার ‘জাপানে তথ্যপ্রযুক্তির চাকরির বাজার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তিতে স্নাতকসম্পন্ন অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সেমিনার শেষে তাদের মধ্যে ২০ জন স্পট রিক্রুটমেন্টের জন্য তাৎক্ষণিকভাবে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সেমিনার পরিচালনা করেন জাপানের লোয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের আইটি বিভাগের প্রধান ওয়াতরু কোনাগাই এবং জেবিনেট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কিল জবসের ব্যবস্থাপক (অপারেশন ও প্রশাসন) মো. আবদুল্লাহ-আল-মামুন বাদশা।

জাপানে ক্যারিয়ার গড়তে কিংবা উচ্চশিক্ষার উদ্দেশে যারা যেতে চান তাদের জন্য জেবিনেট করপোরেশন জাপানি ব্যবসার আদবকেতা সম্পর্কে বাংলাদেশিদেরকে ধারণা

দিতে নানা কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। স্কিল জবস ইতোমধ্যে জেবিনেট করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এখন থেকে জেবিনেটের এসব কোর্সের মার্কেটিং ও প্রমোশনের একক পার্টনার হবে স্কিল জবস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে পরীক্ষা কেন্দ্র।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close