reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৮

সামার ক্যাম্পে চীন যাচ্ছেন ইবির ৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় শিক্ষার্থী সামার ক্যাম্পে অংশগ্রহণ করতে চীনে যাচ্ছে। ১৩ আগস্ট সোমবার উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাকক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানা গেছে।

সূত্রেমতে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্জ ইন্সিটিটিউ (আইআইইআর)-এর অধীনে চায়নিজ ভাষা শিক্ষা কোর্সের ৬ জন শিক্ষার্থী সামার ক্যাম্পে অংশগ্রহণ করতে চীনে যাবেন আগামী ৩ সেপ্টেম্বর। চীনা সরকারের অর্থায়নে কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যেমে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, নওরোজ রুমোন, মাহফুজুর রহমান মোল্লা, এনায়েত করিম, সৌরভ হোসেন, নাজমুল হোসেন ও ওয়াসিম আকাশ। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হারুন- উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল হক, (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close