reporterঅনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট, ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ

যুক্তরাজ্যের ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশনের পরিচালক অধ্যাপক ড. পিটার সেমন্ডস্ ৮ আগস্ট বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে দুর্যোগ ঝুঁকি প্রশমন, রোহিঙ্গা সংকট এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্য নিয়ে আলোচনা করেন। শিগ্গিরই এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছান। এর আগে, অধ্যাপক ড. পিটার সেমন্ডস্ ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ আয়োজিত এক কর্মশালায় বক্তৃতা দেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close