reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) সেমিনার হলে ১২ আগস্ট রোববার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভার্সিটি।

বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। অন্য অতিথিদের মধ্যে অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান, ট্রেজারার (ভারপ্রাপ্ত); অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; আবুল বাসার খান, রেজিস্ট্রার; অ্যাডভাইজার; বিভাগীয় চেয়ারম্যান; সম্মানিত শিক্ষক; কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু এবং বাংলাদেশের কল্যাণের জন্য দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোক দিবসের আয়োজন সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close