reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

ইউআইটিএসের ১৬তম প্রতিষ্ঠা দিবস

‘বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আজ ৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন এবং আনন্দ-উল্লাসের মাধ্যমে বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ১৬তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বারিধারাস্থ ক্যাম্পাসে প্রতিষ্ঠা দিবসের র‌্যালি, কেক কাটা ও অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি ‘বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি ইউআইটিএসের বারিধারাস্থ মেইন ক্যাম্পাস থেকে শুরু করে নূরের চালা হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পস প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, পরীক্ষা নিন্ত্রক, সব ডিন, বিভাগীয় প্রধান, সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close