reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

সিইটিএলের কর্মশালায় চবি উপাচার্য

পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে কর্মশালায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তরুণ-মেধাবী শিক্ষকদের জন্য Statistical Package for Social Science (SPSS) শীর্ষক দুই দিনব্যাপী ১২-১৩ আগস্ট একটি ওয়ার্কশপ চবি উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়ার্কশপ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপউপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রধান এবং আঞ্চলিক ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম। উপাচার্য বক্তব্যের শুরুতে শোকাবহ এ আগস্ট মাসে মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫-এর ১৫ আগস্ট বর্বর হায়েনাদের নির্মমতার শিকার শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি শিক্ষা, উচ্চশিক্ষা-গবেষণার গুণগত পরিবর্তন তথা বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকল্পে সিইটিএলের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ-মেধাবী শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজন করার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার বিশ্বের বিভিন্ন উঁচু মার্গের বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন, গবেষণা, উচ্চতর গবেষণা এবং শিক্ষকতার আলোকে তরুণ শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত পরিবর্তন পেশাগত দক্ষতা বৃদ্ধি তথা পাঠদানে সক্ষমতা অর্জন এবং নতুন জ্ঞান সৃজনে ওয়ার্কশপে অংশগ্রহণ, জ্ঞানবিনিময় ও নিরন্তর জ্ঞান-গবেষণার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, তরুণ-মেধাবী শিক্ষকদের নিজস্ব উদ্ভাবনী শক্তির উন্মেষ ঘটাতে হবে। দুই দিনব্যাপী এ ওয়ার্কশপে অংশগ্রহণকারী তরুণ- মেধাবী শিক্ষকরা লব্ধ অভিজ্ঞতা তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন। সিইটিএলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানের সভাপতিত্বে এবং উপপরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলের পরিচালনায় এ ওয়ার্কশপে রিসোর্স পার্সন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. আবদুল করিম, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আমীরুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁঞা এবং ওয়ার্কশপে অংশগ্রহণকারী ১০০ জন তরুণ-মেধাবী শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close