reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৮

ইউল্যাবে গ্রীষ্মকালীন রক্তদান কর্মসূচি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যৌথভাবে ৩০ জুলাই সোমবার ইউল্যাব ক্যাম্পাস মিলনায়তন, ধানমন্ডিতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করে। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজনে ইউল্যাব ক্যাম্পাস মিলনায়তনে ৬২ জন শিক্ষার্থী এবং কর্মচারীরা এ স্বেচ্ছায় রক্তদান করেছেন। এ কর্মসূচিতে ৫টি সংক্রামক রোগের পরীক্ষা যেমন হেপাটাইটিস বি, এইচআইভি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া ও সিফিলিস বিনামূল্যে করা হয়েছে। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক, ইউল্যাব কো-কারিকুলার অফিসের উপদেষ্টা ও ইউল্যাব স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক পিঙ্কি শাহ, ইউল্যাব সোশ্যাল ওয়ালফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী, ক্লাবের নির্বাহী সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close