reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৮

জাককানইবিতে হাসিমুখের সবুজ অভিযান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘হাসিমুখ’। দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফল, ঔষধিসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন সংগঠনটির সদস্যরা।

৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হুদা, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফকর উদ্দিন (দ্রাবিড় সৈকত) প্রমুখ। হাসিমুখের অন্যতম সংগঠক মো. জুবায়েদ হোসেন বলেন, একটু সচেতনতায়, একটু সজাগ দৃষ্টিভঙ্গিতে বদলে যেতে পারে আমাদের চারপাশ। মানবিকতাবোধের জাগরণই মানুষ পাল্টে দিতে পারে জরাগ্রস্ত সমাজের ছবি। জয় হোক মানুষের, মানবিকতার। হাসিমুখ এবার নেমেছে সবুজ অভিযানে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close