reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে শোক দিবস পালিত

বেদনাবিধুর আবহে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস গত বুধবার পালন করেছে রাজধানীর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। দিনের কর্মসূচির মধ্যে ছিল কালোব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর সজল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকাবহ দিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো। আলোচনা সভায় বক্তৃতা দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, সহকারী অধ্যাপক রিপন হালদার, সহকারী শিক্ষক হামিদুর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব দেন শ্রেয়া চাকমা, নাফিয়া আফরিন, মুনতাকা খান রাজকন্যা এবং নাফিস নূর-ই-ফাত্তাহ। অনুষ্ঠানে দেশাত্মবোধক কবিতা পাঠ করেন সহকারী অধ্যাপক সৈয়দ নাসির আফজাল, শিক্ষার্থী কাফশাদ তাইউশ নূর এবং তাসনিম তোহা মাঈশা। দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের শিক্ষক তাহমিনা, মৌসুমী বড়–য়া এবং কৌশিক চাকমা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close