reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

কানাডা যাওয়ার প্রাক্কালে ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের চার শিক্ষকসহ অনুষদের সান্ধ্যকালীন কোর্সের ৩২ জনের একটি প্রতিনিধিদল কানাডার সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ১৭ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন। যাওয়ার প্রাক্কালে প্রতিনিধিদলটি ৩ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকরা হলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রকিব উদ্দিন ভূঁইয়া, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হাসান ও প্রভাষক সাবিহা ফারজানা মুনমুন এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ। উল্লেখ্য, প্রতিনিধিদলটি ৩ আগস্ট ২০১৮ থেকে আগামী ১৭ আগস্ট ২০১৮ পর্যন্ত সফর করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close