reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০১৮

এইউবিতে বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবির) অর্থনীতি বিভাগ অনার্স ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ও নতুর ছাত্রছাত্রীদের নবীনবরণ ৩০ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক।

তিনি এক উৎসাহব্যঞ্জক বক্তব্যের মাধ্যমে বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের মনে আশার বীজ বপন করেন। তিনি বলেন, কীভাবে একজন মানুষ নিজেকে লক্ষ্যে এগিয়ে নিতে পারে, কীভাবে মানুষের মতো মানুষ হওয়া যায়, নিজেকে তৈরি করা যায়। তিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। অর্থনীতি বিভাগের একজন শিক্ষক বলেন, ‘মানুষ তার স্বপ্নের চেয়েও বড়’। বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও নতুনদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের প্রধান ড. খলিলুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদ ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close