reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০১৮

ডিআইইউতে সোস্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সামাজিক ব্যবসার বৈশ্বিক প্রতিযোগিতা সোস্যাল বিজনেন্স ক্রিয়েশনের (এসবিসি) আঞ্চলিক (বাংলাদেশ চাপ্টার) পর্বের চূড়ান্ত আসর ৩১ জুলাই মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম মেডিশিওর, প্রথম রানার-আপ হয়েছে টিম সিংক এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে টিম মাদার কেয়ার। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফনতাইনে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ড. তৌহিদ ভুঁইয়া প্রমুখ। সোস্যাল বিজনেস ক্রিয়েশন (এসবিসি) প্রতিযোগতার মূল আয়োজক এইচইসি মন্ট্রিল কানাডা। এ বছর বাংলাদেশে প্রতিযোগিতাটির আঞ্চলিক পর্ব ‘বাংলাদেশ চ্যাপ্টার’-এর আয়োজন করে ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তা অনুষদ। এতে পৃষ্ঠপোষকতা করেছে সোস্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (এসবিএসএফ)। প্রধান অতিথির বক্তব্যে বেনোইত প্রিফনতাইনে বলেন, তোমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছ। এ জন্য তোমাদের অভিনন্দন জানাই। আঞ্চলিক পর্বের চূড়ান্ত আসরে সাতটি দল অংশগ্রহণ করে। তার মধ্যে তিনটি দল পুরস্টার জিতে নেয়। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে ১৫ হাজার টাকা, প্রথম রানার-আপ পেয়েছে ১০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পেয়েছে ৫ হাজার টাকা। এ ছাড়া চ্যাম্পিয়ন দল কানাডা রমন্ট্রিলে অনুষ্ঠিতব্য এসবিসির বৈশ্বিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ৭০ হাজার টাকার বিমান ভাড়াও পাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close