reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৮

খুবিতে নৈয়ায়িকের ১৮ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্কচর্চার সংগঠন নৈয়ায়িকের ১৮ বছর পূর্তি ৩ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নৈয়ায়িকের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আন্তহল বিতর্ক প্রতিযোগিতা, রারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, স্মরণিকার মোড়ক উন্মোচন, রম্য বিতর্ক, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নৈয়ায়িকের উপদেষ্টা ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. শরীফ হাসান লিমন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান কাজী হুমায়ুন কবীর, নৈয়ায়িকের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. জাকির হাসনাত এবং ইউনিভার্সিটি এরিজোনা ইউএসএর ফ্যাকাল্টি মেম্বার সালেহ আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথিরা ১৮ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close