reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৮

কুয়েটে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বঙ্গবন্ধু স্কয়ার’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বৃহস্পতিবার রাতে অডিটোরিয়াম ভবনের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে ‘বঙ্গবন্ধু স্কয়ার’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এ সময় কুয়েট ভিসি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় ১৯৭৪ সালে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

এ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নির্মাণের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

এ সময় ‘বঙ্গবন্ধু স্কয়ার’র স্থপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁইয়া এই ভাস্কর্যের নির্মাণশৈলী প্রসঙ্গে বক্তৃতা করেন। অনুষ্ঠানে কুয়েট ভিসির সহধর্মিণী মেহেরুন্নেসা লতাসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close