reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৮

খুবিতে কম্পিউটার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর কর্মচারীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত ১৩ জুলাই শুক্রবার তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ডিসিপ্লিনের ল্যাবে হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়কে কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেখানে সব স্তরে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ কারণে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ফেসবুক বা এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু সেদিক ব্যবহার না করে নেতিবাচক কাজেও ব্যবহার হচ্ছে। এটা আসক্তি হয়ে দাঁড়ালে ক্ষতির। দেখা যায়, আজকাল অফিসের সময়ে, কাজের সময়ে অনেকে হাতের কাজ, ফাইলের কাজ ফেলে অনেকেই ফেসবুকিং, মেসেজিং, ইউটিউব ব্যবহারে ব্যস্ত থাকেন। ফলে অফিসের কাজের গতি ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। মাদকের মতো ফেসবুকিং নেশাও গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের পাঠ্যবই ও জ্ঞানার্জনের জন্য অন্যান্য বইপুস্তক পড়া ও লেখার অভ্যাস কমিয়ে দিচ্ছে। তিনি বলেন, সবকিছুর আগে আমরা যেন অফিসের কাজে দক্ষতা অর্জন করতে পারি এবং জ্ঞানের পরিধি বাড়াতে পারি, সেদিকে অগ্রাধিকার দিতে হবে।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পর্বে উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন কর্মশালার আয়োজক কমিটির আহ্বায়ক আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist