reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৮

চুয়েটে মহান শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৮ উপলক্ষে সরকার ঘোষিত ৩০ লাখ শহীদের স্মরণে দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনির্মিত শেখ রাসেল হলসংলগ্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। ১৮ জুলাই বুধবার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, নবনির্মিত শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছানসহ চুয়েট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণকালে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মহান মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। শহীদ মুক্তিযোদ্ধারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের একটি দেশ ও পতাকা উপহার দিয়ে গেছেন। তাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। সরকারের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদদের স্মরণে একযোগে সারা দেশে ৩০ লাখ বৃক্ষরোপণের মতো কর্মসূচি হাতে নেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ওই কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি সমগ্র দেশ ও জাতি সম্মান জানানোর আরেকটি সুযোগ পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist