reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০১৮

চুয়েটে সিভিল ডে-তে ভিসি

সিভিল ইঞ্জিনিয়াররা এখন বৈশ্বিক চাহিদা মেটাতে ভূমিকা রাখছেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল’ সেøাগানে সিভিল ডে-২০১৮ উদ্যাপিত হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের আয়োজনে ৪৪তম (‘১৩ ব্যাচ) ব্যাচের বিদায় উৎসব উপলক্ষে দিবসটির আয়োজন করা হয়। ১৯ জুলাই বৃহস্পতিবার পুরকৌশল ভবনের সামনে থেকে বেলা ১১টায় আনন্দ র‌্যালির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের ব্যাপ্তি ও পরিসর অনেক বেড়েছে। সিভিল ইঞ্জিনিয়ার মানেই আগে ভাবা হতো ভবন ও অবকাঠামো নির্মাণ। কিন্তু বর্তমান বাস্তবতায় পরিবেশ, জলবায়ু, টেকসই উন্নয়নসহ অনেক বড় বড় ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি আরো বলেন, চুয়েট থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়াররা দেশের পাশাপাশি এখন বৈশ্বিক চাহিদা মেটাতে ভূমিকা রাখছেন। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় চুয়েটের শিক্ষার্থীরা আরো বেশি অবদান রাখবেন বলেও আমরা আশা করছি। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে তিনি সম্মাননা স্মারক তুলে দেন।

এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া এবং ছাত্রকল্যাণ উপ-পরিচালক অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist