reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০১৮

খুবিতে অফিস ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অফিস ব্যবস্থাপনা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য দুদিনের এক প্রশিক্ষণ কর্মশাল ১৮ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশায় কর্মরতদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান ও ব্যবস্থা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে কিছু ব্যবস্থা থাকলেও তার পরিসর সীমিত। উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির প্রকল্প হেকেপ আসার পর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় এদিকে অনেকটা সুযোগ এসেছে। প্রকৃতপক্ষে এখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই। আর প্রশিক্ষণের মাধ্যমেই এই দক্ষতা অর্জন করা সম্ভব। আমাদের বিপুল জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যা তখনই সম্পদে পরিণত হবে, যখন তা মানবসম্পদে পরিণত হবে। আর এই মানবসম্পদ করে গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে এখানে কর্মরত সর্বস্তরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, এখানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই দক্ষ হলে কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি অফিসারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের আহ্বান জানান, যাতে অফিস ও প্রতিষ্ঠান ছাড়াও নিজেদের উপকারে আসে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পর্ব সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু। পরে খুলনার আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসির) উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সমপর্যায়ের প্রায় নব্বইজন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist