reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুলাই, ২০১৮

বুয়েটে বিল্ডিং ও ব্রিজবিষয়ক সেমিনার

বুয়েটে বস্তু ও ধাতব কৌশল বিভাগ কর্তৃক ‘কোরোশন অ্যান্ড কোরেশন প্রটেকশন অব রিইনফোরসিং স্টিল বারস ইন কংক্রিট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ১৭ জুলাই মঙ্গলবার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। এ ছাড়া হেকেপ প্রজেক্ট প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এবং এইচকেজি স্টিল মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফাইজ আহমেদ খান বিশেষ অতিথি ছিলেন। সেমিনারটিতে কোরোশন কী এবং দেশের বিল্ডিং, ব্রিজ ইত্যাদিতে তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রফেসর ড. মো. মনিরুজ্জামান ও প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম এ বিষয়ে দুটি লেকচার দিয়েছেন। সেমিনারটি ইউজিসির হেকেপ প্রজেক্টের আওতায় আয়োজন করা হয়েছে এবং এইচকেজি স্টিল মিলস লিমিটেড স্পন্সররূপে বস্তু ও ধাতব কৌমল বিভাগকে সহায়তা প্রদান করে। বাংলাদেশ বিমানবাহিনী, রাজউক, এলজিইডি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, বিভিন্ন স্টিল মিলস, সিমেন্ট ফ্যাক্টরিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ ১৫০ জন অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist