reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুলাই, ২০১৮

নাটোরের বাউয়েটে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) স্থায়ী ক্যাম্পাসের স্কাইলাইট হলে ফল সেমিস্টার ২০১৭ ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ২০১৮ সালের সামার সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতন মওকুফের সনদ প্রদান ১৭ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃতী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এইচ এম শহীদউল্লাহ। প্রধান অতিথি বলেন, ‘আগামীতে মেধাবী ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য আরো আর্থিক সুবিধা দেওয়া হবে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অতিরিক্ত রেজিস্ট্রার, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং অন্যান্য বিভাগের শিক্ষকম-লী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা। এ সময় ২০১৭ সালের ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তির টাকা ও সনদ এবং ২০১৮ সালের সামার সেমিস্টারে অধ্যয়নরত ৭টি বিভাগের ৭৪ জন ছাত্রছাত্রীকে বেতন মওকুফের সনদ দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist