reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৮

মাইলস্টোন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ বীর শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ উপলক্ষে গত ২২ জুলাই মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ির সুবিশাল সবুজ চত্বরে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ঔষধি, ফুল, ফলদ এবং অন্যান্য প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ-পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম এ ধরনের সময় উপযোগী মানবিক কর্মসূচি গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সবাইকে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা এবং দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। সবচেয়ে বড় কথা হলোÑএই আয়োজন আমাদের ৩০ লাখ শ্রেষ্ঠ সন্তানের স্মরণে যা আমাদের আগুনঝড়া ইতিহাস ও দেশ্রপ্রেমকে আরেকবার জাগিয়ে তুলবে। এখানে উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বপরিবেশ দিবস, বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে একটি ছাতিম গাছ রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist