reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৮

বাকৃবি স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম বিষয়ক সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বাকৃবির কৃষি অনুষদ কনফারেন্স রুমে ১৬ জুলাই সোমবার স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। বাকৃবি প্রোক্টর প্রফেসর ড. অতিকুর রহমান খোকনের সঞ্চালনায় এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন ময়নসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মাদকের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত করার লক্ষ্যে শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে একটি স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের প্রয়োজীনয়তা ব্যাখ্যা করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর মাদকের ভয়াবহতা এবং বাকৃবি ক্যাম্পাসকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক, ডিন কাউন্সিলের আহ্বায়ক, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সভায় বক্তব্য দেন। সভায় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের জন্য বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবরকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist