reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৮

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ইনক্লুসিভ অ্যান্ড আরবানিজমের উদ্বোধন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নগরায়ণ ও স্থাপত্যবিষয়ক গবেষণা পরামর্শ প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইনক্লুসিভ অ্যান্ড আরবানিজম’ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে এই সেন্টারের কার্যক্রম চলবে। শহুরে জীবনযাত্রা নিরাপদ ও দীর্ঘস্থায়ী ও প্রাণোচ্ছল করতে গবেষণা ও পরামর্শ দেবে এই সেন্টার। মহাখালীতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে এই সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য ড. সৈয়দ সাদ আন্দালিব। স্থাপত্য সংস্কৃতি ও নগরায়ণের সমন্বয়ে পরিবেশসচেতন ও মানবীয় শহর গড়ে তোলাই এই কেন্দ্রের প্রধান লক্ষ্য। সরকারি ও ব্যক্তিগত সেক্টরে নতুন জ্ঞান তৈরি, উদ্ভাবনী নকশা ও নীতিমালা প্রণয়ন করতে সাহায্য করবে এই সেন্টার। আর্কিটেকচার বিভাগের সভাপতি ড. আদনান মোর্শেদের নেতৃত্বে ২০১৭ সালে এই সেন্টারের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর ইনক্লুসিভ অ্যান্ড আরবানিজমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ড. আদনান মোর্শেদ। তিনি জানান, ইতিহাস-ঐতিহ্য ও পরিবেশের কথা মাথায় রেখে এই সেন্টারটি ব্র্যাকের আঞ্চলিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মূল ও আবাসিক ক্যাম্পাসসহ বেশ কিছু প্রতিষ্ঠানের নকশা প্রণয়নের কাজ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist