reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৮

স্কলাসটিকা স্কুলের শিক্ষা সমাপনী

ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার ও এবং এ লেভেলের শিক্ষা সমাপনী শেষ হয়েছে। ৩ জুলাই শুরু হয়ে ৭ জুলাই সন্ধ্যায় শেষ হয় এটি। এতে মোট ৫১৩ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সমাপনী সনদ দেওয়া হয়েছে।

স্কুলের উত্তরা ও মিরপুর সিনিয়র শাখার এসটিএম মিলনায়তনে চার দিন আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন স্কলাসটিকার পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) ওয়াসিমা পারভীন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) গবেষণা বিশেষজ্ঞ ও স্কলাসটিকার সাবেক শিক্ষার্থী তকবির নুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ ও মিরপুর শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ।

৭ জুলাই শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমরা মাদক ও জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এ যুদ্ধে আমরা জয়ী হব, কারণ বাঙালি প্রতিবাদী জাতি, লড়াই করে টিকে থাকা জাতি। আর এ যুদ্ধের পর শান্তি স্থাপিত হলে দেশ আরো এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের নেতা হিসেবে আখ্যায়িত করে আশা প্রকাশ করেন, তোমাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। ছাত্রছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তিতে সাজানো

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist