reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৮

সাদার্নে পোস্ট সেল্ফ অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যানবিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটিতে আইন ও ইংরেজি বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় উচ্চশিক্ষার গুণগত মানবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পোস্ট সেল্ফ অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান’ শীর্ষক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পিয়ার রিভিউ কার্যক্রমের সফল সমাপ্তির পর আগামী চার বছরে (২০১৯-২০২২) ইউনিভার্সিটির শিক্ষা-গবেষণার মানোন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। ওই দুটি বিভাগের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরো উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, আইকিউএসির পরিচালক প্রফেসর এ জে এম নুরুদ্দীন চৌধুরী, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মো. জন, বিভিন্ন বিভাগের প্রধান, চবির আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকসহ সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, ৮টি বিভাগ ইতোমধ্যে সফলভাবে পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করেছে। বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারলেই হেকেপ প্রজেক্টের

সফলতা। গবেষণার ও অধ্যায়নের মাধ্যমে যুগোপযোগী পাঠদান পদ্ধতি দ্বারা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদ-ে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই বিশ্বমানের শিক্ষা অর্জন জরুরি। দিনব্যাপী কর্মশালায় আইন ও ইংরেজি বিভাগের আগামী চার বছরের বিভিন্ন পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করেন বিভাগের এসএ কমিটির সদস্যরা তারা আগামী ২০১৯-২২ সালের পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist