reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৮

আইইউবিতে ‘ড্রিম বিগ’ সেমিনারে বক্তারা

প্রত্যেক ব্যক্তির বিশাল কিছু অর্জনের সামর্থ্য রয়েছে

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে ‘ড্রিম বিগ’ শীর্ষক এক সেমিনার বসুন্ধরাস্থ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বুধবার অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বহুজাতিক কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ ও মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক।

স্কুল অব বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল করিম প্রধান আলোচক স্বপ্না ভৌমিককে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন। এরপর আইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। স্বপ্না ভৌমিক তার বক্তব্যে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্নটাকে বড় করার ওপর গুরুত্বাারোপ করেন। তিনটি প্রধান বিষয় কঠোর পরিশ্রম করার মানসিকতা, মনোভাব পরিত্যাগ না করা এবং ‘আমিও পারি’ আচরণকে সমুন্নত রাখার ব্যাখ্যা দিয়ে বলেন, প্রত্যেক ব্যক্তির মধ্যে অনেক বিশাল কিছু অর্জনের সম্ভাবনা ও সামর্থ্য রয়েছে। সবার উচিত নিজের প্রতি আস্থা রাখা ও নিজের দিগন্ত বিস্তৃত করা। সবাইকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হবে এবং ভালো চাকরি করতে হবেÑএমন কোনো কথা নেই। আগে লক্ষ্য ঠিক করে, সফলতার সঙ্গে শিক্ষা শেষে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে স্বপ্না ভৌমিক উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানান। সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইইউবির মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল ইসলাম সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন। মার্কেটিং বিভাগের সিনিয়র লেকচারার সাদিয়া হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আইইউবির ট্রাস্টি, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist