reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৮

ডিজিটাল মাস্টার প্ল্যান প্রণয়নে চবিতে পর্যালোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর একান্ত আগ্রহ ও নিজস্ব উদ্ভাবনী চিন্তা-চেতনার ফসল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল তৃতীয় মাস্টারপ্ল্যান (দ্বিতীয়) প্রণয়নের বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্স প্রাইভেট লিমিটেড ও শেলটেক প্রাইভেট লিমিটেড যৌথ প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তাবিত প্রাথমিক ড্রাফট মাস্টারপ্ল্যানের ওপর এক মতবিনিময় ও পর্যালোচনা সভা এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন ৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্য দফতরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপাচার্য তার ভাষণে উপস্থিত সবাইকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বয়স ৫০ বছর অতিক্রান্ত হলেও এ বিশ্ববিদ্যালয়ে অতীতে যুগোপযোগী, বিজ্ঞানসম্মত ও টেকসই কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যায় জর্জড়িত। এ অবস্থা থেকে উত্তরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা-গবেষণার বিজ্ঞানসম্মত উঁচুমানের একটি যুগোপযোগী মনোরম পরিবেশ সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর বর্তায়। বিবেকপ্রসূত ও নিজস্ব চিন্তা-চেতনার আলোকে বর্তমান প্রশাসন আগামী প্রজন্মের জন্য একটি বিশ্বনন্দিত উচ্চশিক্ষা-গবেষণা প্রতিষ্ঠান উপহার দিতে আগ্রহী। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে এটিকে চারটি ভাগে ভাগ করে প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয় এবং এতে বিভিন্ন বিষয়ের ওপর সবার অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist