reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৮

আইইউবিএটির রেজিস্ট্রার আর নেই

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইউবিএটি) রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. এম এ জব্বার, ২৪ জুন রোববার বেলা ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আইইউবিএটির পরিবার গভীরভাবে শোকাহত।

আইউবিএটিতে রেজিস্ট্রারের পদ গ্রহণ করার আগে ড. জব্বার আইউবিএটির অর্থনীতি বিভাগে প্রফেসর ছিলেন। তিনি বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরইউ) প্রফেসর ছিলেন। তিনি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের (বিআরআরআই) বিভিন্ন পদে চাকরি করেন। ড. জব্বারে ৩০টি বিজ্ঞানী গবেষণা প্রকাশনা এবং ২৫টি বই, মোনোগ্রাফ, বুলেটিন সম্পর্কে লেখক ও সহ-লেখক। তিনি প্রায় ২০টি সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা দেশ এবং বিদেশে তার বৈজ্ঞানিক কাজ উপস্থাপন করেন। ড. জব্বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে বিএসসি এবং এমএসসি করেছেন, ফিলিপাইনের লস ব্যানোস বিশ্ববিদ্যালয় (ইউএলএলবি), ফিলিপাইনের ইউনিভার্সিটি এবং পূর্ব এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist