reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৮

ডিআইইউর কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির দ্বিতীয় সভা ২৫ জুন সোমবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুব-উল-হক মজুমদার, অ্যালায়েড হেলথ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক এ এস এম হুমায়ূন মোর্শেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এস কে আবদুল কাদের আরেফিন উপস্থিত ছিলেন।

সভায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ‘ড্যাফোডিল ইউনিভার্সিটির আইকিউএসি : বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক পরিকল্পনা, বহির্পরিদর্শক দলের সারসংক্ষেপ ইত্যাদি তুলে ধরেন। আইকিউএসির তত্ত্বাবধানে বিভাগগুলোর কার্যক্রমে লক্ষণীয় পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন। আইকিউএসির পরিচালক আরো বলেন, আইকিউএসির কারণে আইইবির স্বীকৃতিসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে। এ সময় তিনি আইকিউএসির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রবন্ধ উপস্থাপন শেষে কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন এবং নিজ নিজ মতামত ব্যক্ত করেন। আলোচনার মাধ্যমে আইকিউএসির আগামী এক বছরের পরিকল্পনা, ১২টি বিভাগের উন্নয়ন পর্যবেক্ষণ, অন্য ১০টি বিভাগে আইকিউএসির পরিকল্পনা প্রয়োগ ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist