reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৮

‘বৃত্ত’-এর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

সামাজিক সংগঠন ‘বৃত্ত’ উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১তম ব্যাচের সহযোগিতায় ১৩ জুন বুধবার চট্টগ্রাম কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত শিশু এবং ‘বৃত্ত’ পরিচালিত স্কুলের ছাত্রছাত্রীদের মঝেধ্য ঈদবস্ত্র বিতরণ করে।

এতে প্রধান অতিথি থেকে ভাষণ এবং ঈদবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপের এডমিন মো. সারোয়ার হোসাইন।

উপাচার্য তার ভাষণে উপস্থিত সবাইকে পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদবস্ত্র বিতরণের মতো একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনের কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ঈদ আনন্দ সবার। এটাই পবিত্র ও মানবতার ধর্ম ইসলামের শিক্ষা। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এ মানবিক শিক্ষা ও দীক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বিত্তশালী ব্যক্তিরা ও সামাজিক সংগঠনসমূহ এগিয়ে আসার মধ্যেই নিহিত রয়েছে অনাবিল আনন্দ, শ্রেষ্ঠত্ব

ও মহত্ত্ব।

বৃত্তের সভাপতি রাফিউ আহমেদের সভাপতিত্বে এবং শামসুদ্দিন শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চবি ২১তম ব্যাচের সভাপতি জহিরুল আলম ও সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, কজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গিয়াসউদ্দিন এবং বৃত্তের সাধারণ সম্পাদক সায়মা বিনতে কামাল।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist