reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

নর্দান ইউনিভার্সিটিতে অরিয়েন্টেশন সিরিমনি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিয়ারিং বিভাগের সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সিরিমনি অনুষ্ঠিত হয় ১৮ মে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের আশকোনাস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অরিন্টেশনে প্রধান অতিথি ছিলেন ডিভাইন টেক্সটাইল লিমিটেডের

নির্বাহী পরিচালক এবং আইটিইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা।

বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন।

প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সফল হতে গেলে অধ্যবসায়ী হতে হবে। চার বছরের স্নাতক শ্রেণিতে অধ্যয়নে তোমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনাহীন কোনো মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না।

উপাচার্য তার বক্তব্যে বলেন আজকে তোমরা নর্দান পরিবারের সদস্য। একটি পরিবারের সদস্য হিসেবে তোমাদের অবশ্যই সেই পরিবারের নিয়ম-কানুন মেনে চলতে হবে। দায়িত্বশীল আচরণ করা শিখতে হবে। বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. একরাম আলী শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা, বিভাগের সমন্বয়ক মো. তানজিম হোসাইন, ক্যাম্পাস সমন্বয়ক মো. মহসিন আলী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist