reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

খুবিতে গণিত ডিসিপ্লিনের ইমপ্রুভমেন্ট প্ল্যান উপস্থাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে পোস্ট সেলফ অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান ওয়ার্কশপ-৩ শীর্ষক ১৬ মে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়। এসএ কমিটির সভাপতি গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে ইমপ্রুভমেন্ট প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডিসিপ্লিনের ভবিষ্যৎ উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, চলতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরো বেশি আকৃষ্ট করতে গবেষণার অনুদান ও সময় বৃদ্ধি ছাড়াও এর সঙ্গে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী অর্থবছর থেকে প্রত্যেক ডিসিপ্লিনে একজন করে দরিদ্র শিক্ষার্থীকে নতুন করে স্কলারশিপের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. রেজাউল হক, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। চার বছরমেয়াদি ইমপ্রুভমেন্ট প্ল্যান উপস্থাপন করেন এস এ কমিটির সদস্য প্রফেসর ড. মুন্নুজাহান আরা। ইমপ্রুভমেন্ট প্ল্যান উপস্থাপনের পর এর ওপর পর্যবেক্ষণপর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় চার বছরমেয়াদি এই ইমপ্রুভমেন্ট প্ল্যানে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রস্তাবিত ব্যয় উপস্থাপন করা হয় ২ কোটি ৬৮ লাখ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist