reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৮

কুবিতে ‘বন্ধু’র আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তদান সংগঠন ‘বন্ধু’ দুদিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ৮ মে মঙ্গলবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘থ্যালাসেমিয়া’ সম্পর্কে সচেতন করতে তারা রক্তের গ্রুপ নির্ণয় করে।

তারা থ্যালাসেমিয়ার ওপর একটি কুইজ পরীক্ষা নেয়। এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বুধবার দ্বিতীয় দিনে পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে সংগঠনের নেতৃত্ববৃন্দরা। প্রথম এবং দ্বিতীয় দিনে প্রায় ৪৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে এই সংগঠনটি। উল্লেখ্য, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের; ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার; প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন; বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. দুলাল চন্দ্র নন্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রক্তদান সংগঠন বন্ধুর সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist