আবীর বসাক, বিটেক

  ০৮ মে, ২০১৮

জাঁকজমকপূর্ণ পরিবেশে বিটেক মিলনমেলা

‘ভ্রাতৃত্বের বন্ধনে, আগামীর পথে’Ñসেøাগানকে সামনে রেখে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) প্রথমবারের মতো সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিটেক মিলনমেলা-২০১৮’। ১৪ এপ্রিল শনিবার ক্যাম্পাস অডিটোরিয়ামে এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ অনুষ্ঠান উদ্বোধন করেন। এর আগে ৯টায় সবার অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। দিনব্যাপী অনুষ্ঠান সূচিটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল আলোচনা সভা, অকালে চলে যাওয়া বিটেকিয়ানদের স্মৃতির প্রতি প্রার্থনা, সøাইড শো, শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে ওয়েবসাইট নঃবপরধহং.রহভড় উদ্বোধন এবং দ্বিতীয় পর্বে ‘ভয়েস অব বিটেকিয়ান’ নামে ক্যারিয়ার গাইডলাইন-বিষয়ক নলেজ শেয়ারিং সেশন, প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থী তানজীর হোসেন লিটন, নুরিস্তা পারভিন ও মো. কুতুবের সঞ্চালনায় আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিটেকের লেকচারার সাইফুল ইসলাম। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, চিফ ইন্সট্রাক্টর মাহমুদুল হকসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের বস্ত্র প্রকৌশলীদের। দক্ষ প্রকৌশলীর চাহিদা সব সময়ই। তাই বস্ত্রশিল্পকে বেগবান রাখতে এখন থেকেই যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।

‘ভয়েস অব বিটেকিয়ান’ সেশনে ক্যাম্পাস স্মৃতিচারণা, ক্যারিয়ার নির্দেশনা, বস্ত্র খাতের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন লাক্সমা ইনারওয়্যার লিমিটেডের আইই অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার মিথুন দে, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ওয়াশিং ম্যানেজার সাইফুল বিলু, আইডি কিডস গ্রুপের মার্সেন্ডাইজার ফাহিম ফয়সাল, এইচ অ্যান্ড এমের কোয়ালিটি কন্ট্রোলার আকমল হোসেন, হার্মেস-অটো ইন্টারন্যাশনালের সিনিয়র ফেব্রিক টেকনিশিয়ান মো. আবদুল হক আকন্দ (আপেল)। সবশেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সব প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist