ইবি প্রতিনিধি

  ০৮ মে, ২০১৮

ইবির আরবি বিভাগে বিদায় ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান

প্রাচীনতম ভাষা হচ্ছে আরবি ভাষা। যেই ভাষায় আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছিল। সেই ভাষাচর্চার দক্ষতার মাধ্যমে ইহলৌকিক ও পার্থিব জ্ঞানের গভীরে প্রবেশ করা যায়। ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভাগের ২৩তম ব্যাচের বিদায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আরো বলেন, বিভাগের নারী শিক্ষার্থীদের পুরুষের পাশাপাশি সমান দক্ষতা দেখাতে হবে কর্মক্ষেত্রসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি বিভাগের মরহুম শিক্ষক প্রফেসর ড. মোখলেছুর রহমানের নামে ট্রাস্ট করে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের ব্যবস্থা করবার জন্য বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোকে এ থেকে অনুপ্রেরেণা গ্রহণের জন্য আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেন, আমাদের কোরআান পবিত্র আরবি ভাষায় লিপিবদ্ধ। পৃথিবীতে অনেক ভাষা আছে কিন্তু জাতিসংঘের যে ছয়টি দাফতরিক ভাষা আছে, তার মধ্যে আরবি ভাষা অন্যতম। তিনি বলেন, মিডল ইস্টের দেশগুলোয় আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের একটি বড় ও ভালো কর্মক্ষেত্র আছে। কিন্তু সেখানে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানে কনভেনার প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নেছার উদ্দিন আহমদ, প্রফেসর ড. মো. রুহুল আমীন, প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন, ড. মোস্তাক মোহাম্মদ প্রমুখ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। পরিচালনা করেন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist