reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

অক্সফোর্ডে পড়তে গেলেন ডিআইইউর তিন শিক্ষার্থী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী সৈয়দা মাঈশা তাসনিম ও নিধি চাকমা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান খান বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হার্ডফোর্ড কলেজে পড়তে গেছেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির আওতায় এই তিন শিক্ষার্থী স্প্রিং প্রোগ্রামে অধ্যয়ন করতে গেছেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে ড্যাফোডিলের এই তিন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপশি আন্তসাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ করবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই তিন শিক্ষার্থী বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সামনে সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন। ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটির হার্ডফোর্ড কলেজ ১২৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কলেজের মধ্যে সবচেয়ে প্রাচীন কলেজ। প্রতি বছর শিক্ষার্থী বিনিময় প্রকল্প ও শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোয় উচ্চশিক্ষার্থে পড়তে যাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist