reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০১৮

এনইউবিতে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪২৫ সনকে বরণ করতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বাণিজ্য অনুষদ ও ফার্মেসি বিভাগ আলাদাভাবে বর্ষবরণ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ১৪ এপ্রিল শনিবার পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম।

পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কাগজে কাটা ঝালর, গাঁদা, গোলাপ ফুলসহ প্রাকৃতিক নানা উপকরণ দিয়ে সাজানো হয়। বাংলা ও বাঙালিকে উপস্থাপন করে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধুম পড়ে পান্তা ইলিশ ও মুড়ি-মুরকি খাওয়ার। নাচেগানে উৎসবে মেতে ওঠে নর্দানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আসা অতিথিরা এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে শুভেচ্ছা জানান। হৃদয়ে বাংলা ও বাঙালি সংস্কৃতি ধারণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। উপস্থিত সবার সঙ্গে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist