reporterঅনলাইন ডেস্ক
  ১৯ এপ্রিল, ২০১৮

আজীবন সম্মাননা পেলেন অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল (অব.) নুরন্ নবী। শিক্ষাবিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষ্মীপুর) অন্তর্গত রায়পুর থানার সাইছা গ্রামে অধ্যক্ষ কর্নেল নুরন্ নবীর জন্ম। তার পিতা আলি হায়দার মাস্টার একজন প্রখ্যাত শিক্ষক ছিলেন এবং মা হাজেরা বেগম ছিলেন একজন গৃহিণী এবং আদর্শ মাতা। রামগতির চর জমিদারহাট প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিসহ পঞ্চম শ্রেণি পাস করেন। লক্ষ্মীপুর মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএসসি পাস করেন। পরে ইন্টারউইং স্কলারশিপের আওতায় পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে যোগদান করেন। রাজউক উত্তরা মডেল কলেজ এবং মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তিনি। এ ছাড়াও তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist