reporterঅনলাইন ডেস্ক
  ১৯ এপ্রিল, ২০১৮

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ’ উৎসব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কালচারাল ক্লাবের উদ্যোগে বাংলা বছর ১৪২৪ সালকে বিদায় ও ১৪২৫ সালকে স্বাগত জানিয়ে ২ দিনব্যাপী ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ’ উৎসবের সমাপনী অনুষ্ঠান এপ্রিল ১০, ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের রহমত আলী এবং অভিনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ওয়াহীদা মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, মোর্শেদা চৌধুরী; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক এ এফ এম আবদুর রউফ; পরীক্ষা নিয়ন্ত্রক; রেজিস্ট্রার; প্রক্টর ও বিভিন্ন বিভাগের এডভাইজার ও বিভাগীয় শিক্ষকরা।

উল্লেখ্য, বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ কয়েক বছর ধরে ‘চৈত্রসংক্রান্তি’ উৎসবসহ অন্যান্য চেতনা উদ্বীপক অনুষ্ঠান করে আসছে। এবারের উৎসবে শিক্ষার্থীদের নয়নাভিরাম স্টলে বিভিন্ন ধরনের পিঠা ও মৃৎপণ্য প্রদর্শিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist