reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০১৮-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শনিবার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষদিনে ছাত্রীদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সঙ্গে ইংরেজি বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।

এতে ১৩-৫ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। বিকেলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সঙ্গে এমবিবিএসের ছাত্রদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৬ ওভারের খেলায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগকে ১৫৯ রানের টার্গেট দেয় এমবিবিএস। এ ছাড়া ভলিবল (ছাত্র) ফাইনালে সিএসইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্মেসি বিভাগ। ছাত্রদের বাস্কেটবলে সিএসই এবং ছাত্রীদের বাস্কেটবলে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের বাস্কেটবলে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার এবং ফারজানা আক্তার। ছাত্রদের মধ্যকার অনুষ্ঠিত ভলিবলে ম্যান অব দ্য ম্যাচ সিএসই বিভাগের মো. রবিউল ইসলাম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ফার্মেসি বিভাগের নাজমুল হাসান মিম। গত ১৪ মার্চ, ২০১৮ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণ বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল ও আন্তবিভাগ ক্রিকেটসহ ছয়টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেয়েদের ১৪টি ও ছেলেদের ১৭টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি ইভেন্টেই শিক্ষক ও কর্মকর্তার মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। কলা ও বিজ্ঞান অনুষদে বিভক্ত হয়ে খেলেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist