reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

রাবির সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ২৭-২৮ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ১৯ ও ২০ এপ্রিলের পরিবর্তে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় ১৫ মে নির্ধারণ করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণামূলক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ, সাংবাদিকতাবিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৭ এপ্রিল শনিবার বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রজতজয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি ও লিয়াজোঁ কমিটি গঠন এবং ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে রজতজয়ন্তী আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। নিবন্ধন ফি বাবদ সাবেক শিক্ষার্থীকে একা এবং দম্পতিসহ আগামী ১৫ মের মধ্যে যথাক্রমে ১ হাজার ৫০০ এবং ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। এ জন্য নিবন্ধন ফরম পূরণপূর্বক অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় রজতজয়ন্তী উদযাপন তহবিল, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০১১৭৮০০৫২ নম্বরে দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিকাশ এবং রকেটের মাধ্যমেও নিবন্ধনের টাকা পাঠানো যাবে। এ ছাড়া রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিতব্য সুভ্যেনিরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণামূলক লেখাও আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট প্রয়োজনে ০১৭১৬৭৮৯৭৮৩ এবং ০১৭১২০৮৫৬০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist