reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৮

সেমিনারে এনইউবি উপাচার্য

জ্ঞানের রাজ্যে শিক্ষার্থীদের বিচরণ বাড়াতে হবে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বাণিজ্য অনুষদ ও সেন্টার ফর ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আয়োজনে ‘ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল মডেল টু সল্ভ রিয়েল লাইফ প্রবলেমস’ শিরোনামে সেমিনার ২ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসাইন।

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রফেসর, ড. শাহজাহান খান। সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাল্পাইড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর, ড. এম আকবর আলী।

কি-নোট স্পিকার তার প্রবন্ধ আলোচনায় আমাদের বাস্তব জীবনের সঙ্গে গণিত ও পরিসংখ্যানের প্রায়োগিত উপযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে গণিতবিদ্যা শুধু অধ্যয়নেই সীমাবদ্ধ রয়েছে। অথচ এর প্রায়োগিক দিক রয়েছে। এগুলো জানলে আমাদের অনেক সমস্যার কাক্সিক্ষত সমাধান হতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন বলেন, গণিত ও পরিসংখ্যান বর্তমান ডিজিটাল বিশ্বে সবচেয়ে প্রায়োগিক ও গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গণিত ও পরিসংখ্যানের এই প্রায়োগিক দিকগুলো জেনে নিতে হবে। জ্ঞানের রাজ্যে বিচরণ বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. শফিউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমআরআইটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নুরুল আলম খান, প্রফেসর ড. আইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. আকরাম আলী শেখ প্রমুখ। বাণিজ্য বিভাগের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম এ অনুষ্ঠানের কনভেনর ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist