reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০১৮

পবিপ্রবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন, স্বাধীনতা দিবস র‌্যালি, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, প্রীতি খেলাধুলা, দোয়া ও প্রার্থনা।

২৬ মার্চ সোমবার সকাল ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ও প্রো-ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, সৃজনী বিদ্যানিকেতন, কর্মচারী পরিষদ, মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন, উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস কুচকাওয়াজ পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। ৯টায় স্বাধীনতা দিবসের র‌্যালি বের হয়ে দুমকি উপজেলা সদর ও ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় প্রীতি খেলাধুলা, দুপুর দেড়টায় দোয়া ও প্রার্থনা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist