reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

মাদককে না বলার শপথে নবীনরা

দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম মাদকবিরোধী ফোরাম ‘স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম’র আয়োজনে গত ২৯ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হয়ে গেল ‘যুগান্তরে নব্যযাত্রী’ শীর্ষক মাদকবিরোধী শপথ, নবীনবরণ আর সাংস্কৃতিক আয়োজন।

আয়োজনটির উদ্বোধন ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ স্ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপপরিচালক খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, সংগঠনটির চিফ এডভাইজর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামারুজ্জামান মজুমদার, স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা রেহানা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী বেনজির আবরারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাখিল খন্দকার নিশান। প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, ‘স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম ভালো করছে। তাদের সাম্প্রতিক কার্যক্রম চোখে পড়ার মতো, আমাদের কর্তৃপক্ষ তাদের সঙ্গে আছি সব সময়।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপপরিচালক খোরশেদ আলম তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এরপর ১২৯ জন নবীন শিক্ষার্থীকে সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয় সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে। সংগঠনের চিফ এডভাইজর প্রফেসর ড. আহমদ কামারুজ্জামান মজুমদার বলেন, ‘তোমরা স্টামফোর্ডের সেরাদের সেরা সংগঠনে যোগ দিয়েছো। তোমাদের চলার পথ মসৃণ হোক, শুভকামনা সবার জন্য।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist